কিছু মানুষ আছে যারা শত ভুল বা অপরাধ করার পরেও বুঝতে পারে না যে

#এমন কিছু মানুষ আছে যারা শত ভুল বা অপরাধ করার পরেও বুঝতে পারে না যে,
সে ভুল বা অপরাধ করছে। আসলে এমন মানুষগুলো সত্যিই বড় দুর্ভাগা।

#কারন,
যে বুঝতেই পারছে না যে সে অপরাধ করছে,,, তাহলে অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা সে কখন করবে.?
যদি কেউ বুঝতেই না পারে যে সে কঠিন ব্যাধিতে আক্রান্ত,,,, তাহলে চিকিৎসা কিভাবে করাবে.?

এমন ব্যক্তির মৃত্যু অবধারিত।চিকিৎসার অভাবে সেই ব্যক্তি তারাতারি মারা যাবে। যারা অহংকারী, যারা আসুরিক ভাব সম্পন্ন, যারা মূর্খ, তারা সবসময় নিজের দুষ ত্রুটি কমই দেখতে পায়। তারা ভাবে সবাই অপরাধী আমিই একমাত্র সৎ। কিন্তু জ্ঞানীরা অন্যকে মন্দ বলার আগে নিজের মন্দ কর্মগুলো সম্পর্কে চিন্তা করেন আর ভাবেন আমিই সবার থেকে অধম অপরাধী পাপী পতিত। যেমন, দুর্যোধন এর চোখে সবাই খারাপ বা অসৎ। আর যুধিষ্ঠির এর চোখে সবাই ভালো। এটাই আসল কথা। যার যেমন ভাব, তার তেমন লাভ।
_________🌿🌻 স্বয়ং বিচার করুন 🌻🌿_________

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

Design a site like this with WordPress.com
শুরু করুন