আমাদের দুঃখের প্রধান কারণ আমরা ভগবানের থেকে দূরে সরে গেছি

আমাদের দুঃখের প্রধান কারণ আমরা ভগবানের থেকে দূরে সরে গেছি এবং আমরা সকলে ভগবান কে ভুলে গেছি বা ভুলে যেতে চাইছি।🌿

কিন্তুু আমরা যদি ভগবানকে মনেরাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ?

কিছুই না; শুধু তার নাম ও গুণকীর্তন করতে হবে তাহলেই হবে।🌿🌿

কারণ ভক্তিই হল সকল সমস্যার সমাধান।

আর এই চূড়ান্ত ভক্তি লাভ করার জন্য চাই শুধু মাত্র ইশ্বারের প্রতি দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা।

অর্থাৎ প্রেম, কারণ প্রেম বিহীন কখনো ভক্তি হওয়া সম্ভব নয় আর বিশ্বাস বিহীন প্রেম হওয়া সম্ভব নয়।🌿🌿

তাই জরজাগতিক চিন্তা না করে তার নাম ও গুনকীর্তন করাটাই হলো সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ।

এই কথাটি যদি আমরা বিশ্বাস না করি, আমরা কৃষ্ণ নাম ব্যাতিত এই জীবনে হাজার চেষ্টা করলেও প্রকৃত সুখ ও শান্তি পাওয়া সম্ভব হবে না।

এই জগৎ টি ভগবান সৃষ্টি করার পর তিনি নাম দেন দুঃখালয়। তাই এই জগতে দুঃখ বেতিত সুখ পাওয়া কোনোমতেই সম্ভব নয়।*🌿🌿

যেমন বস্ত্রালয়ে শুধুমাত্র জামাকাপড়ি পাওয়া যায়।

বিদ্যালয়ে শুধু মাত্র বিদ্যা পাওয়া যায়।

ঠিক তেমনি দুক্ষালয়ে শুধু দুঃখই পাওয়া যায়।🌿

কারণ সৃষ্টি তার বিনাসো তার।

এই অনৃত্য সংসারে কৃষ্ণই সত্য বাকি সব কিছু মিথ্যা।🌿

তিনি হলেন সৎ চিৎ ও আনন্দময়।

তাই তার আর একনাম সতচিদানন্দ বিগ্রহ বলা হইয়া থাকে।🌿

তিঁনিই সৎ, তাই তিঁনিই সত্য।🌿

তিঁনিই চিৎ, তাই তিঁনিই আমাদের চৈতন্য।🌿

তিঁনিই আনন্দ, তাই তিঁনিই পরমানন্দ।🌿

তাই এই জীবনে শুধু নিত্য সুখ ও শ্বাসত শান্তি লাভ করতে হলে পরমানন্দের সঙ্গে জীবন বিলিয়ে দিতে হবে।🌿🌿

কারন এই পৃথিবীতে আমরা আনন্দ লাভ করতে শিখেছি কিন্তু পরমানন্দটা কি সেটা এখনো শিখিনি।🌿

তাই সকলে চলো আমরা সবাই মিলে ভগবান শ্রী কৃষ্ণের শরণাগত হই।🌿

।। হরে কৃষ্ণ। ।হরি বল।।🙏💐🙏

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

Design a site like this with WordPress.com
শুরু করুন