পাইকগাছায় প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ সহ পাওনাদারের পাওনা পরিশোধে প্রবঞ্চনায় আদালতে মামলা: আসামীদের বিরুদ্ধে সমন জারি

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ সহ পাওনাদারের পাওনা পরিশোধে প্রবঞ্চনার অভিযোগে আদালতে মামলা হয়েছে।আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদি পক্ষের আইনজীবি সুত্রে জানাগেছে।


মামলার অভিযোগে জানাযায়,পাইকগাছা পৌরসভার সরল গ্রামের শেখ শহিদ হোসেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গ সহ পাওনা টাকা পরিশোধে প্রবঞ্চনায় আদালতে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন পৌরসভার বাতিখালি গ্রামের মৃত প্রেমচাঁদ সানার পুত্র বিকাশ সানা,পার্থ সানা ও অন্যেরা বিগত ২০১৮সালে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মাধ্যমে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে এবং পরবর্তীতে বিকাশ সানা অসুস্হ্য অবস্হায় প্রশান্ত সানা ও তার ভাই প্রসেনজিৎ সানা এবং বিকাশের স্ত্রী রীতা সানা,

প্রশান্তের স্ত্রী পূর্নিমা সানা ও তাদের সকল অপরাধজনক কর্মকান্ডের মাস্টারমাইন্ড নিরাপদ মন্ডলের পুত্র তন্ময় মন্ডলের যোগসাজসে কয়েক দফায় শহিদ ও তার স্ত্রী নাসরিন এর কাছ থেকে ১লক্ষ টাকা নেয়। শর্তথাকে যে উভয় পক্ষের মধ্যকার বিরোধীয় জমি জরিপ করে বাদী শহিদের মধ্যে থাকলে শহিদ বাজার মূল্যে তা কিনে নেবেন। আর না থাকলে টাকা ফেরৎ দেবেন। পরবর্তীতে জরিপঅন্তে দেখা যায় শহিদের মধ্যে পার্থদের কোন জমি নেই।

তখন টাকা ফেরৎ চাইলে পার্থের ভাই বিকাশ সানা দূরারোগ্য রোগে আক্রান্ত থাকায় জামানাত রাখা টাকা ফেরৎ না দিয়ে জমি বিক্রির কথা বলে আসামীরা পরস্পর যোগাযোগে কয়েক দফায় ১লক্ষ টাকা নেয়। এরপর চিকিৎসাধীন থাকা অবস্হায় বিকাশ সানা মৃত্যুবরণ করেন। এরপর শহিদ টাকা ফেরৎ বা জমি লিখে দেওয়ার কথা বললে তারা দিতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে মাস্টারমাইন্ড তন্ময় ও প্রসেনজিৎ ষড়যন্ত্রমুলক মিথ্যা কাহিনী দিয়ে শহিদ সহ অন্যান্যদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা করেন। জামিনে মুক্তি পেয়ে শহিদ ও তার স্ত্রী নাসরিন মামলার স্বাক্ষীদের নিয়ে আসামির বাড়ীতে গিয়ে টাকা বা জমি দাবি করলে আসামীরা তা দিতে অস্বীকার করে। পরে কোন উপায়ন্ত না পেয়ে শহিদ গত ২৮ ফেব্রুয়ারি পার্থ সানা কে প্রধান আসামি করে ৬জনের নাম উল্লেখ করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবি এ্যাড.এফ,এম,এ রাজ্জাক নিশ্চিত করেছেন।

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

Design a site like this with WordPress.com
শুরু করুন