নড়াইলের জমিদার বাড়ি

আমি বাংলাদেশের নড়াইল(বৃহত্তর যশোর) জেলার বাসিন্দা।

অষ্টাদশ শতাব্দী হতে নড়াইলে এক রায় পরিবারের জমিদারী চলছিল।কালের বির্বতনে তারা উপমহাদেশের অন্যতম প্রভাবশালী জমিদারে পরিণত হয়ে যায়।তার প্রমাণ হিসেবে উনবিংশ শতকে সমগ্র উপমহাদেশে মহারাণী ভিক্টোরিয়ার সম্মানে ৪টি কলেজ স্থাপিত হয়।তার ভিতর ২টি বাংলায়। একটি কুমিল্লায় ও অপর‍টি নড়াইলে।জমিদার পরিবারটি তাদের কোলকাতার বাড়িতেই থাকতো শুধু পূজা ও খাজনা আদায়ের সময় নড়াইলে আসতো। কোলকাতায় তাদের বাড়ির নাম ছিল “নড়াইল জমিদার বাড়ি”।তবে তারা পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আর এই দেশে আসে নি। তাদের বাড়ির আসবাবপত্রও দীর্ঘদিন পড়ে ছিল। আমি নড়াইলের প্রবীণ লোকদের নিকট শুনেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কোলকাতায় গিয়ে জমিদার বাড়িতে যদি কোন নড়াইলের মানুষ উঠতো তবে তার থাকা-খাওয়ার ব্যবস্থা জমিদার বাড়িতেই হতো।কিন্তু বর্তমান প্রজন্মের কেউ ঐ বাড়ির খোজ জানে না/চিনে না।আমার খুব ইচ্ছা যাদের প্রচেষ্টায় একটি ঝোপ জঙ্গল মহাকুমা ও পরবর্তীতে জেলার স্বীকৃতি পেলো,যারা প্রায় ১৫০বছর নড়াইল শাসন করেছে। তাদের বর্তমান অবস্থা কি?

তাদের বর্তমান প্রজন্মের সাথে দেখা ও সাক্ষাৎ করা যাবে?

কোলকাতায় অবস্থানরত কোন ভাই যদি ” নড়াইল জমিদার বাড়ি” র খোজ দিতে পারেন।তবে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো।

ছবিতে নড়াইল জমিদার বাড়ি।

বান্না নড়াইল থেকে।

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

Design a site like this with WordPress.com
শুরু করুন