বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা নিয়ে মোঃ নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন

বিশেষ প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রথম দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে মোঃ নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।

 

আজ সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। পরাজিত প্রার্থী সজনের ভোটের ব্যবধান ৯হাজার ৪৪০ ভোট।

 

অন্যদিকে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং আসনের দ্বিতীয়বার জুলেখা আনারস, ২নং আসনের মোছাঃ মর্জিনা মিম চশমা, ৩নং আসনের দ্বিতীয়বার আবারও কামরুন্নাহার আন্না চশমা প্রতীক নির্বাচিত হয়েছেন।

 

সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু উটপাখি, ২নং ওয়ার্ড থেকে শরীফুল ইসলাম পাঞ্জাবি, ৩ নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান উটপাখি, ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহীনুল ইসলাম ব্রিজ, ৫ নং ওয়ার্ড থেকে মোঃ আজিম উদ্দীন গাজী পানির বোতল, ৬ নং ওয়ার্ড থেকে মোঃ আসাদুজ্জামান উটপাখি, ৭ নং ওয়ার্ড থেকে মোঃ মজনুর রহমান ব্রিজ, ৮ নং ওয়ার্ড থেকে মোঃ হাসানুজ্জামান তাজিন ব্রিজ ও ৯ নং ওয়ার্ড থেকে মোঃ কামাল হোসেন পাঞ্জাবি নির্বাচিত হয়েছেন।

 

ভোট গণনা শেষে আনিছুর রহমান সিনিয়র জেলা নির্বাচন অফিসার, যশোর বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।

 

বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।

 

তারমধ্যে ১৭,৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে প্রায় ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে। এই প্রথমবার বেনাপোল পৌর নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নতুন অভিজ্ঞতার সাথে সাধারণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন।

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
শুরু করুন