|| আপনি সুখী হবেন কিভাবে ||

|| আপনি সুখী হবেন কিভাবে ? ||

#মনুষ্য – জীবনের উদ্দেশ্য হচ্ছে শাস্ত্র অনুসারে ধর্ম-কর্ম করে বারবার জ্ন্ম-মৃত্যুর থেকে মুক্তি লাভ করা কিন্তু দুর্ভাগ্যবশত কলিযুগের প্রভাবে প্রতিদিন গৃহস্থেরা গর্দভের মতাে কঠোর পরিশ্রম করছে। খুব ভােরে উঠে তারা তাদের অন্নের সংস্থানের জন্য শত শত মাইল পর্যন্ত ভ্রমণ করে ।
জীবিকা অর্জনের জন্য গৃহস্থদের বড় জোর আট ঘণ্টা কাজ করা উচিত এবং বিকেলে অথবা সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ও তার অবতারের কার্যকলাপ শ্রবণ করার জন্য ভগবদ্ভক্তের সঙ্গ করা উচিত । এইভাবে মানুষ ধীরে ধীরে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ।

#কিন্তু কৃষ্ণকথা শ্রবণ করার জন্য সময় ব্যয় না করে , অফিসে এবং কারখানায় কঠোর পরিশ্রম করার পর , গৃহস্থেরা রেস্টুরেন্ট অথবা ক্লাবে গিয়ে কৃষ্ণকথার পরিবর্তে অসুর এবং অভক্তদের রাজনৈতিক কার্যকলাপের কথা শ্রবণ করে এবং যৌনসঙ্গ , মদ , মেয়েমানুষ ও মাংস আহার উপভােগ করে তাদের সময় নষ্ট করে । এটি গৃহস্থ জীবন নয় , এটি আসুরিক জীবন ।

#ভগবানের ভক্তরা সারা পৃথিবী জুড়ে মন্দির প্রতিষ্ঠা করেছে এই প্রকার অধঃপতিত এবং নিন্দিত ব্যক্তিদের শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার সুযােগ দিচ্ছে । কিন্তু অসুরের দল ভগবানের মন্দির ব্যবসায় পরিনত হয়েছে বলে নিন্দা করে।

স্বপ্নে আমরা সমাজ , সখ্য এবং প্রেম গড়ে তুলি , এবং যখন আমরা জেগে উঠি , তখন দেখি যে তার কোন অস্তিত্ব নেই । তেমনই মানুষের ক্লাব সমাজ , পরিবার , প্রেম আদিও স্বপ্ন এবং আমাদের মৃত্যুর সময় এই স্বপ্নটি শেষ হয়ে যাবে । অতএব , বাস্তব স্বপ্নই হােক অথবা মধুর স্বপ্নই হােক , এই স্বপ্নগুলি মিথ্যা এবং অনিত্য ।

মানুষের প্রকৃত কর্তব্য হচ্ছে আত্মারূপী নিজের স্বরূপ আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, ভগবানের দাস উপলব্ধি করা এবং তাই তার কার্যকলাপ ভিন্ন হওয়া উচিত ,
#খুব ভোরে ঘুম থেকে উঠা,
#স্নানাদি সেরে পূজা অর্চন করা,
#ধ্যানসহ হরিনাম করা,
#প্রসাদ গ্রহন করা,
#পরিমিত জীবিকা নির্বাহ করা,
#বিকাল বা সন্ধ্যায় শাস্ত্র পাঠ, শ্রবন করা,
#সাধুসঙ্গ করা ইত্যাদি। তা হলে যে কোন মানুষ সুখী হতে পারবে।
(সবাই like, share ও comment করুন)
।।জয় সনাতন ধর্ম।।জয় সীতারাম।।

🌹🌹🌹🌹🌹🌹

━❀꧁꧂হরে কৃষ্ণ꧁꧂❀━

🌺গীতা ভাগবত পাঠ ও শ্রবন করুন🌺

Published by ঈশাহারা নিউজ

সত্যের পথে আপনাদের সাথে

Design a site like this with WordPress.com
শুরু করুন